রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘উন্নয়ন ও সংস্কৃতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুন) সকাল ১১ টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) উক্ত সেমিনারের আয়োজন করে। আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।
শিল্প সংস্কৃতি সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিপূর্ণ ধারণা তৈরি করতে উক্ত সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রাবির ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মাহবুবর রহমান।
বুধবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য জানা যায়।
টিএসসিসি’র পরিচালক ড. মো. আরিফ হায়দারের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক আবু ছালেহ মোহাম্মদ আব্দুল্লাহ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।