মাজেদুর রহমান( মাজদার),পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ পুঠিয়ায় মাদকদ্রবের অপব্যাবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমম্নিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মশালা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ।
মাদকদ্রব্য অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়া, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামাল বদি, জিউপাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান হোসনে আরা বেগম, ভালুক গাছি ইউনিয়ন চেয়ারম্যান তাকবির হাসান প্রসুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সুধিজন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।