ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর বিতার্কিক দল।
শুক্রবার (১ জুলাই) রাজধানীর বিএফডিসিতে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় সরকারি তিতুমীর কলেজের বিতার্কিকদের পরাজিত করে নোবিপ্রবি বিতার্কিকরা।
বিজয়ী দলের সদস্যরা হলেন- ফিমস বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম,আইসিই বিভাগের শিক্ষার্থী খাইরুন নাহার মুন্নী ও তুর্জয় চৌধুরী,শিক্ষা বিভাগের শিক্ষার্থী তাসনিম তাবাসসুম অরিন এবং ইএসডিএম বিভাগের শিক্ষার্থী
মাহমুদুল হাসান লোমান।
এটিএন বাংলা এবং ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিলোঃএবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে। বিরোধী দলের ভূমিকায় বিতর্ক করে বিজয়ী হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,এমপি।
ছায়া সংসদে বিচারক ছিলেন উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ড. এস এম মোর্শেদ, সাংবাদিক রিজভী নেওয়াজ, সাংবাদিক কাবেরী মৈত্রেয় ও সাংবাদিক আরিফুর রহমান। ছায়া সংসদে মক স্পিকার হিসেবে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বিজয়ে উচ্ছ্বসিত হয়ে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি ইফতিয়া জাহিন রাইদাহ বলেন, যথাসাধ্য শ্রম এবং তার প্রেক্ষিতে কোনোকিছুর প্রাপ্তি বরাবরই আনন্দের। তারই বহিঃপ্রকাশ এটিএন বাংলা কর্তৃক আয়োজিত ‘পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা’য় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির বিতার্কিক দলের বিজয়। সর্বদা অসংখ্য কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি এভাবে সুপ্রসন্ন সহায় হওয়ার জন্য। অভিনন্দন বিতার্কিকদের। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি তার সফলতার ধারা ভবিষ্যতেও বজায় রাখবে ইনশা আল্লাহ।
বিজয়ী দলের সদস্য নাজমুল ইসলাম বলেন, নিজের বিশ্ববিদ্যালয়কে ডিবেট ফর ডেমোক্রেসির মত বড় মঞ্চে প্রতিনিধিত্ব করা সত্যিই গর্বের এবং রোমাঞ্চের। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি সর্বদা বিতর্কের জ্ঞানচর্চা বৃদ্ধিতে যে কতুটুকু সফল তার প্রমাণ আমরা জাতীয় পর্যায়ে পেতে শুরু করেছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।