যশোর মনিরামপুর উপজেলার হাকোবা গ্রামের,রফিকুল ইসলামের এক মাত্র ছেলে আরিফ বিল্লাহ (২০) নিহত হয়েছে। গত রাতে যশোর টু সাতক্ষীরা রোডে চুক নগর বাজারে নিয়ন্ত্রন হারিয়ে কারেন্টের পিলারের সাথে বাইক ধাক্কা খেয়ে ঘটনা স্থানে মারা যাই আরিফ বিল্লাহ, তার সাতে থাকা বন্ধু কানায় গুরুতর আহত হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
দূর্ঘটনা হওয়ার পরে কানায় তার বন্ধু দের কাছে ফোন করে কেঁদে কেঁদে বলেন আমি আমার বন্ধু কে বাচাতে পারলাম না, তোরা তাড়াতাড়ি আয়।খবর পেয়ে মণিরামপুর থেকে, নিহতের বাবা রফিকুল ইসলাম, কমিশনার আজিম সহ নিহতের কাছের বন্ধুরা ছুটে যায় চুক নগর।
সাথে থাকা বন্ধু কানায় অন্ডকোষে আঘাত লাগায় ১০ টা সেলায় দিতে হয়েছে। আজ সকাল ৮ টা পর্যন্ত তার অবস্থা খারাপ থাকলেও, বর্তমানে আশংকা মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে রাতেই চুক নগর ফাড়ির পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। পরিবারের মতামতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি নিয়ে নিজ গ্রামে ভোর রাতেই বাড়িতে নিয়ে আসেন। নিহতের বাবা, মায়ের আদরের এক মাত্র ছেলে নিহত হওয়াই মাঝে মাঝে বেহুশ হয়ে পড়েন।
আজ সকাল ৯ টা ৩০ মিনিটে নিহত আরিফ বিল্লাহ কে জানাজা শেষে মাছনা মাদ্রাসা কবর স্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আরিফ বিল্লাহ নিহত হওয়াই পৌর এলাকা সহ আশপাশের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।নিহত আরিফ বিল্লাহ একজন ছাত্র, ও পেশাই অংকোন সিটি ক্যাবলের কর্মচারী ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।