দক্ষিণ কোরিয়ার বিখ্যাত টেক জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাকিস্তানের করাচিতে সহিংস বিক্ষোভ হয়েছে। এরপর ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে স্যামসাংয়ের পাকিস্তান ইউনিট।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, পুলিশ করাচি থেকে স্যামসাং পাকিস্তানের ২৭ জনকে আটক করেছে। ওই ঘটনার পর এক বিবৃতিতে স্যামসাং পাকিস্তান বলছে, তারা ‘ধর্মীয় অনুভূতির ক্ষেত্রে নিরপেক্ষতা’ বজায় রেখে চলে এবং এ ঘটনায় তদন্ত শুরুর কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। আসলে কোন ঘটনা প্রেক্ষিতে করাচি এমন সহিংস বিক্ষোভ হয়েছে, তা স্পষ্ট নয়। জানা গেছে, সেখানকার স্টার সিটি মলে শুক্রবার একটি ওয়াইফাই ডিভাইস বসানো হয়।
সেটি থেকেই নাকি ধর্ম অবমাননাকর মন্তব্য করা হয়। দ্রুতই তা আগুনের মতো ছড়িয়ে পড়ে। এরপর সহিংস বিক্ষোভের ঘটনা ঘটে। তবে আরেক বর্ণনায় বলা হয়েছে, মোবাইল কোম্পানিটির একটি কিউআর কোডকে কেন্দ্র করে এই সহিংস বিক্ষোভের ঘটনা ঘটে। ওই কিউআর কোডের মাধ্যমে মহানবী (সা.)-কে অপমান করা হয়েছিল বলে জানা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।