লিউডের ৭০ দশকের প্রথম ভাগ থেকে শুরু করে নব্বইয়ের জনপ্রিয় অভিনেতা প্রয়াত কিংবদন্তি তারকা ঋষি কাপুর। তিনি তার ছেলে রণবীর কাপুরে বলেছিলেন অমিতাভ বা শাহরুখের মতো অভিনেতা তুমি কখনোই হতে পারবে না।

সম্প্রতি বর্তমান বলিউড ইন্ডাস্ট্রির একজন প্রথম সারি অভিনেতা রণবীর কাপুর ইতোমধ্যে এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুললেন। তিনি জানান, ছোট থেকেই অভিনেতা হতে চাইতেন। বাবা চলচ্চিত্রাঙ্গনের একজন সুপারস্টার ছিলেন।

 

সে দিক থেকে হিন্দি ছবির প্রতি তার অদম্য আকর্ষণ ছিল। সবসময় ছবি দেখতেন। পর্দায় তার আদর্শ ছিলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। স্বপ্ন ছিল, তাদের মতো বড় হবেন এক দিন।

কিন্তু বাবা ঋষি কাপুর ছেলেকে কিছুটা নিরাশই করেছিলেন। এদিকে ১২ বছর বয়সের স্বপ্ন আজও পূরণ হয়নি অভিনেতার। তবে ছেলের স্বপ্নের কথা জানতেন ঋষি।

জীবদ্দশায় ঋষি কাপুর ছেলে রণবীরকে বলেছিলেন, ‘যে ছবিগুলো করছ, খুবই ভালো সেসব। তবে ওই দিয়ে জাতীয় স্তরের অভিনেতা হতে পারবে না।’ বাবার সেই উক্তি মনে পড়ে যায় রণবীরের।