তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কৃতি সন্তান আনিসুজ্জামান মনির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক উপ সচিব থেকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

এ উপলক্ষে শুক্রবার (১ জুলাই) রাতে বোয়ালমারী পৌরসভার কামারগ্রামে নিজ বাড়িতে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মত বিনিময় করেন।

রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, জেলা যুবলীগের সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু,

বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ, আনিসুজ্জামান মনিরের ভাই সহকারী শিক্ষক আনোয়ারুজ্জামান ঝন্টু, অধ্যাপক মজনু মিয়া, অধ্যাপক আলমগীর হোসেন, বোয়ালমারী প্রেসক্লাবের সদস্য কাজী হাসান ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুল সিকদার,

উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল প্রমুখ। উল্লেখ্য, উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত আনিসুজ্জামান মনির সাবেক জাতীয় পরিষদের সদস্য ডা. আফতাব উদ্দিন মোল্যার ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টুর ভাই।