মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর নটখানা কৃতি সন্তান নাহিদ হোসেন রিদম । বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় ,গতকাল বৃহস্পতিবার (৩০শে জুন) রাতে প্রকাশ করা হয় বুয়েটের ভর্তি পরীক্ষার ফলাফল।
এতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে চান্স প্রাপ্ত , নাহিদ হোসেন রিদম মেধাতালিকায় পঞ্চম তম স্থান অধিকার করে। নাহিদ হোসেন রিদম নীলফামারী নটখানা এলাকার মোঃ মোশারক হোসেন ও নূরজাহান বেগম দম্পতির সন্তান।
সে ২০১৯ সালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২১ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করে। বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নাহিদ হোসেন রিদম বলেন,
বুয়েটে ভর্তি পরীক্ষা পঞ্চম স্থান অর্জন করে খুব ভালো লাগছে ,আমি যখন ক্লাস নাইনে পড়ালেখা চালিয়ে যাচ্ছিলাম ,সেই সময় বড় ভাইদের বুয়েটে চান্স পাওয়া আমার অনুভূতি হয় । আমি ও একদিন বুয়েটে লেখাপড়া করব, আমি যখন স্কুল থেকে লেখাপড়া শেষ করে,
কলেজে যাই সে সময় আমার অনুভূতিটা আরো বেশি ছিল, একটু কঠোর ভাবে পড়ালেখা করেছিলাম আমার স্বপ্নের জয় করতেই হবে, সাধারণত বুয়েটে পরীক্ষার জন্য দুই বছর পাওয়া যায় , সেইখানে আমরা পেয়েছি ৩ বছর ।
নাহিদ হোসেন রিদম হতাশা হয়ে বলেন, পরীক্ষার আগে ১৬ তারিখে হঠাৎ আমার জ্বর আসে ১০২ ডিগ্রির উপরে কিন্তু আমি একটু হতাশায় ছিলাম, আমার জ্বর থাকায় আমি সেরকম ভাবে পরীক্ষা ভালো করে দিতে পারিনি , আমার জ্বর না থাকলে আরো ভালো রেজাল্ট করতাম।
আল্লাহর রহমতে আমি পঞ্চম স্থান অর্জন করি , আমি বুয়েটে ভর্তি পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করার পিছনে যে, মানুষগুলো আমার সঙ্গে ছিলেন, আমার বাবা-মা ও আমার স্কুল , কলেজের শিক্ষক গণ ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।