দূর্ঘটনায় আহত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিশাল। গত ৩ জুলাই চেন্নাইয়ে ‘লাদদি’ সিনেমার শুটিং চলাকালে পায়ে আঘাত পান এই অভিনেতা। আপাতত বিশ্রামে রয়েছেন তিনি।
টলিউড ডটনেট এ খবর প্রকাশ করেছে। পরিচালক শ্রীধার পিল্লাই বিশালের আহত হওয়ার একটি ছবি তার টুইটারে শেয়ার করেছেন। এ বিষয়ে এই নির্মাতা বলেন—‘লাদদি’ সিনেমার শুটিং চলাকালে পায়ে আঘাত পেয়েছেন বিশাল।
চেন্নাইয়ে চূড়ান্ত অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। বিশাল সুস্থ হলে আবার শুটিং শুরু হবে। এবারই প্রথম নয়, এর আগেও হায়দরাবাদে সিনেমাটির শুটিং চলাকালে আহত হয়েছিলেন বিশাল।
ওই সময়ে তার হাত ও আঙুলের হাড়ে চিড় ধরেছিল। ড্রামা-অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন বিনোদ কুমার। এতে তার বিপরীতে অভিনয় করছেন সুনয়না। রানা প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।