অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিট্যান্সের পরিমাণ ও লেনদেনের সংখ্যার দৈনিক ন্যূনতম সীমা তুলে নিয়ে এ সার্কুলার জারি করা হয়েছে।
দেশে ডলারের প্রবাহ বাড়াতে একদিনে সুবিধাভোগীর কাছে যেকোনো অঙ্কের রেমিট্যান্স পাঠানোর এ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) ব্যবস্থায় ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের (আইবিএফটি) মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক একক লেনদেনের সর্বোচ্চ সীমা এবং দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমার শর্তাবলী প্রযোজ্য হবে না।
বর্তমানে প্রাতিষ্ঠানিক পর্যায়ে লেনদেনে দৈনিক সর্বোচ্চ ২৫ লাখ টাকা ও প্রতি একক লেনদেনে সর্বোচ্চ ৫ লাখ টাকা লেনদেন করার সুবিধা দেয়া হয়। এ নিয়ম মেনে দৈনিক সর্বোচ্চ ২০টি লেনদেন করার সুযোগ দেয়া হয় প্রতিষ্ঠানের বেলায়। পরে একক লেনদেনের সবোর্চ্চ সীমা তুলে নেয়া হলেও অন্যান্য শর্ত বহাল রাখা হয়। গত রোববার (৩ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেয় যে, রেমিট্যান্সের বেলায় কোনো সীমা বা পরিমাণ থাকবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।