এক যুগের সংসার ভেঙে গেছে গায়িকা শাকিরা ও ফুটবলার জেরার্ড পিকের। বিচ্ছেদের পর থেকেই উঠছে এসেছে নানা প্রশ্ন। সম্প্রতি সেসব প্রশ্নেরও উত্তর মিলেছে। পিকের সতীর্থদের প্রেমিকা ও স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক ছিল না শাকিরার, বিশেষ করে মেসির স্ত্রী আন্তোনেল্লার সঙ্গে তো না-ই।
সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে এই খবর জানিয়েছেন স্প্যানিশ সাংবাদিক লরেনা ভাসকেজ। এল স্পেকতাদর নামের সেই অনুষ্ঠানে লরেনা বলেন, মেসির স্ত্রী আন্তোনেল্লার সঙ্গেও তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না।
তার সঙ্গে বারদুয়েক বাকবিতণ্ডাতেও জড়াতে দেখা গেছে দু’জনকে। এছাড়াও পিকের অন্য সতীর্থদের সঙ্গেও সম্পর্কটা খুব শীতলই ছিল শাকিরার। কাতালানদের ম্যাচের সময় তিনি আলাদা বসতেন,
ম্যাচের পরের পার্টিগুলোতেও তিনি থাকতেন অনুপস্থিত। মূলত মহাতারকাসুলভ ভাবমূর্তি ধরে রাখতেই এই কাজ করতেন তিনি, জানাচ্ছেন লরেনা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।