জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি গুঞ্জন উঠেছে, রাজনীতিতে নাম লেখাচ্ছেন তিনি।
হিন্দি সিনেমা জগতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন অক্ষয়। ফোর্বস ম্যাগাজিনের জরিপে গত কয়েক বছর টানা শীর্ষ ১০০ ধনী তারকার তালিকায় রয়েছেন তিনি।
কিন্তু সম্প্রতি এই অভিনেতার ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’ সিনেমাগুলো আশানুরূপ ব্যবসা করতে পারেনি। এরপরই তার রাজনীতিতে যোগ নিয়ে গুঞ্জন চাউর হয়।
অনেকেই ধারণা করছেন— ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিতে পারেন ‘বলিউডের খিলাড়ি’। যদিও আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই বলেই দাবি করেছেন অক্ষয় কুমার।
সম্প্রতি এক সাংবাদ সম্মেলনে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, আপাতত রাজনীতিতে নয়। অভিনয় নিয়ে ভালোই আছি।
সিনেমার মাধ্যমেই সামাজিক বিষয়গুলোকে সামনে আনতে চাই। ১৫০ টি সিনেমার প্রযোজনা করেছি। রক্ষাবন্ধন সিনেমাটি কয়েকদিন পর মুক্তি পাবে। আপাতত সিনেমায় অভিনয় ও সিনেমা তৈরি নিয়েই থাকতে চাই। রাজনীতি নিয়ে ভাবার সময় নেই।
ভাই-বোনের সম্পর্কের ওপর ভিত্তি করে নির্মাণ হয়েছে অক্ষয়ের পরবর্তী সিনেমা ‘রক্ষা বন্ধন’। আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটিতে অক্ষয় ছাড়া
আরো অভিনয় করছেন— ভূমি পেডনেকার, শাহেজমেন কৌর, দীপিকা খান্না, সাদিয়া খাতিব, স্মৃতি শ্রীকান্ত। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে এই সিনেমা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।