খুলনার পাইকগাছায় রবিন বিশ্বাস(৪০)নামে এক ব্যক্তিকে গাঁজা সহ আটক করেছে পাইকগাছা থানা পুলিশ।সে গদাইপুর ইউনিয়নের হিতামপুর মালোপাড়ার বাসিন্দা।
এস আই তাকবীর হোসাইন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুলাই রাত সাড়ে ১০ টার দিকে বোয়ালিয়া ব্রিজের পূর্বপাড়ের দক্ষিণ পাশের সিঁড়ির নিচে ইটের সোলিং রাস্তার উপর থেকে ৬০০(ছয়শত) গ্রাম গাঁজাসহ রবিনকে আটক করা হয়।
এ অভিযানে এ এস আই সাইফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স এ মিশনে অংশ নেন।ওসি জিয়াউর রহমান বলেন এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে,যার নং-৭।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।