রাজধানীর কাঁচাবাজার জুড়ে গত ১০ থেকে ১৫ দিন আগেও এক কেজি টমেতোর দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা। এর পরেই ১২০ টাকা থেকে বৃদ্ধি শুরু হয়ে ১৫০টাকায় দাম ঠেকে। সেই টমেটো এখন বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।

দাম বৃদ্ধি প্রসঙ্গে সাধারণ ক্রেতারা বলছেন, এই দামে টমেটো কিনে বাসায় নিয়ে যাওয়া কোনো মধ্যবিত্ত বা নিম্নবিত্তের পক্ষে সম্ভব নয়। ঈদের সময় দাম ৪০০ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। গতকাল মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর পশ্চিম, হাতিরপুল, রাজাবাজার, শেওড়াপাড়া ও জিগাতলা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কোথাও পর্যাপ্ত টমেটোর সরবরাহ নেই। এছাড়া রাজধানীর বেশ কয়েকটি সুপার শপেও টমেটোর সংকট দেখা গেছে।

যেসব সুপার শপে টমেটো বিক্রি হচ্ছে সেখানে দাম ৩০০ টাকা কেজি। ক্রেতাদের অভিযোগ, বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম আকাশচুম্বী। মানুষ মাংসের সঙ্গে সালাদ খেতে পছন্দ করে। কিন্তু ঈদের আগে সালাদের অন্যতম অনুষঙ্গ টমেটোর দাম এখন ধরাছোয়াঁর বাইরে। আড়তদাররা বলছেন, আসন্ন ঈদের সপ্তাহে বাজারে টমেটোর দাম কমে যাবে কেজি প্রতি ১০০ টাকা করে। আমদানি করা টমেটো দেশে ঢুকতে শুরু করেছে। দ্রুত বাজার স্বাভাবিক হয়ে যাবে।