ভোলার মনপুরা উপজেলা পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ৭হাজার ৫০ জন দু:স্থ পরিবারের মাঝে মানবিক সহায়তার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

বুধবার(৬জুলাই) সকালে মনপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের উদ্বোধন করেন মনপুরা উপজেলায় পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মনপুরা ৪টি ইউনিয়নে ৭০৫০ জন দু:স্থ পরিবারের মাঝে জনপ্রতি ১০কেজি করে চাল বিতরণ করা হয়। মনপুরা ৪টি ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে এক সাথে এই চাউল বিতরণ চলছে।

চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল, হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন হাওলাদার,

মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, পিআইও ইলিয়াস মিয়া,ট্যাক অফিসার, সাংবাদিক ইউপি সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।