মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ড এর চট্টগ্রাম মহানগরের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত সংগঠন মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ড এর চট্টগ্রাম মহানগর নতুন কমিটি ঘোষণা করা হয়।
মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ড কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নজরুল বেপারী এবং সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম এর নির্দেশক্রমে দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম রানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়।
মোঃ আলী আকবর চৌধুরী মিন্টু কে সভাপতি, ফরহাদুল হাসান মোস্তফা কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির অনুমতি প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ড চট্টগ্রাম মহানগর ২১ সংখ্যা বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির মো আলী আকবর চৌধুরী মিন্টু সভাপতি,
ফরহাদুল হাসান মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল বেপারী ও সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো হাবিবুর রহমান এবং দপ্তর সম্পাদক মো আব্দুর রহিম রানা কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন
এবং নবগঠিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং জননেত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।