ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি তার সবচেয়ে বড় ভয়ের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে অংশ নিয়েছেন তামান্না।

এই সময় এক ভক্ত তাকে সবচেয়ে ভয়ের কারণ জানতে চান। উত্তরে তামান্না বলেন, ‘আমার স্মৃতি হারিয়ে ফেলা। এটি সবচেয়ে ভয় লাগে।’ চলতি বছর প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটেন তামান্না।

 

অপর এক ভক্ত তার কাছে এর অভিজ্ঞতা জানতে চান। তামান্না জানান, ‘এটি সত্যিই অসাধারণ। ভারতের প্রতিনিধি হয়ে সেখানে যাওয়া ছিল সত্যিই গর্বের বিষয়। কারণ ভারত এই বছর কান উৎসবের সহযোগী হিসেবে ছিল।’

তামান্না ভাটিয়া বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এফ থ্রি’। এছাড়া ‘গুড়থুন্ডা সীতাকালাম’, ‘বোল চুড়িয়া’, ‘প্ল্যান এ প্ল্যান বি’, ‘বাবলি বাউন্সার’, ‘ভোলা শংকর’ সিনেমায় তাকে দেখা যাবে।