ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী রানী সরকার। ষাটের দশক থেকে সিনেমায় অভিনয় শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন। আজ ৭ জুলাই রানী সরকারের মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে তিনি না ফেরার দেশে চলে যান।

রানী সরকারের জন্ম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামে। নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম। গ্রামের ইউপি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন তিনি। এরপর খুলনা করোনেশন গার্লস স্কুল থেকে মেট্রিক পাস করেন। ১৯৫৮ সালে মঞ্চনাটক দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন রানী সরকার।

 

একই বছর তিনি অভিনয় করেন সিনেমায়। তার প্রথম সিনেমা এ জে কারদার পরিচালিত ‘দূর হ্যায় সুখ কা গাঁও’। এরপর ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘চান্দা’তে অভিনয় করেন। সেই সিনেমার পর থেকে তার নতুন নাম হয় রানী সরকার।

‘চান্দা’ চলচ্চিত্রের সাফল্যের পর উর্দু সিনেমা ‘তালাশ’ ও বাংলা সিনেমা ‘নতুন সুর’-এ কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন তিনি। এই সিনেমা দুটি বেশ জনপ্রিয় হয়। এরপর তিনি প্রায় ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান রানী সরকার।