আসাদুল হক সবুজ, বরগুনাঃ ঈদ উল আযহা উপলক্ষে সরকারের দেওয়া চাল পেয়ে খুশি বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের সুবিধাভোগী জনসাধারণ।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে ইউনিয়নের ৫টি ওয়ার্ডের জনসাধারণের মাঝে মাষ্টার রোল অনুযায়ী এ চাল বিতরণ করা হয়। বাকি চারটি ওয়ার্ডে আগামীকাল সকাল থেকে চাল বিতরণ করা হবে।
৭নং ঢলুয়া ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট ৫টি ওয়ার্ডের ইউপি সদস্য ও মহিলা সদস্যাদের উপস্থিতিতে মাইক দিয়ে ডেকে মাষ্টার রোল অনুযায়ী প্রত্যেক সুবিধাভোগীকে ১০কেজি করে চাল বিতরণ করেন চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক স্বপন।
এসময় উপস্থিত ইউপি সদস্য ও মহিলা সদস্যগণ বলেন, আমাদের চেয়ারম্যান সাহেব বরাবরই আমাদের সকলের সামনে খোলা জায়গায় জনসম্মুখে চালসহ সরকারি সকল প্রকার সুবিধা সমূহ বিতরণ করে থাকেন।
বিতরণ শেষে যদি কোন লোকের নাম মাষ্টার রোলে না থাকে বা সুবিধা না পায় তাহলে চেয়ারম্যান সাহেব নিজের অর্থায়নে ওই সকল লোকদের সাহায্য করে থাকেন। যদি কারো পরিবহন খরচ না থাকে, আমাদের চেয়ারম্যান সাহেবকে বললে তিনি অনেক সময় গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে দেন।
সুবিধাভোগী বেশ কয়েকজন বলেন, কোরবানির ঈদ উপলক্ষে দেওয়া আমরা প্রত্যেকে ১০কেজি করে সরকারি চাল পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য যা করেছেন তার তুলনা হয় না। আল্লাহ যেন শেখ হাসিনাকে আরো ১০০ বছর বাচিয়ে রাখে।
ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক স্বপন বলেন, আমি দ্বিতীয়বার এই ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জনসেবা করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিকের মনোনয়ন দিয়েছেন।
ঢলুয়া ইউনিয়নের সাধারণ মানুষ বঙ্গবন্ধুর প্রতিক, শান্তির প্রতিক নৌকায় ভোট দিয়ে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয় উপহার দিয়েছেন। আমিও সবসময় চেষ্টা করি সরকারি সকল সুবিধা আমার ইউনিয়নের সাধারণ মানুষের নিকট সঠিক ভাবে পৌঁছে দিতে।
আসাদুল হক সবুজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।