আশিক হাসান সীমান্ত, ঢাকাঃ আগে ঈদের সময় দেশের ব্যবস্ততম নৌরুট পাটুরিয়া – দৌলতদিয়ায় যানবাহন পারাপারে অর্ধবেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো।
তবে পদ্মা সেতু উদ্বোধনের কারণে এ নৌরুটে যানবাহন চাপ কমে গেছে।
তাই ঈদের দুই দিন বাকি থাকলে ও নৌরুটে যানবাহন কোনো চাপ নেই।
বৃহস্পতিবার (৭জুলাই) সকাল সাড়ে ৮ টা সাড়ে ৯ টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, দূর পাল্লার বাস ও ছোট গাড়ির কোন সিরিয়াল নেই।
ঘাট এ-সব যানবাহন আসা মাএই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। ট্রাক টার্মিনালে সাধারণ পণ্যবাহীট্রাক থাকলে ও তেমন অপেক্ষা করতে হচ্ছে না।
আগের দিনের চেয়ে ঘাট এলাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। তবে নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করায় ভোগান্তি ছাড়ায় পার হওয়া যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।