ফের আলোচনায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত নভেম্বরে যমজ সন্তানের বাবা হয়েছেন ইলন। আর সেই সন্তানের মা তার আরেক প্রতিষ্ঠান ‘নিউরালিংকের’ শীর্ষ নির্বাহী শিভন জিলিস।
বৃহস্পতিবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের ব্যবসাবিষয়ক গণমাধ্যম বিজনেস ইনসাইডারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে আদালতের নথি উদ্ধৃত করে বলা হয়, গত এপ্রিলে মাস্ক ও জিলিস ওই যমজের নাম পরিবর্তন করার জন্য আদালতে আবেদন করেন।
আর সেই আবেদনে বাবা ও মায়ের নামের শেষাংশ শিশুদের নামের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়। মাস খানেক পর টেক্সাসের এক বিচারক ওই আবেদন অনুমোদন করেন।
৩৬ বছর বয়সী জিলিস তার লিংকডইন প্রোফাইলে নিজেকে নিউরালিংকের পরিচালন এবং বিশেষ প্রকল্পের পরিচালক হিসেবে পরিচয় দিয়েছেন। নিউরালিংকে তিনি ২০১৭ সালের মে মাস যোগ দেন।
একই সময়ে তিনি টেসলার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকল্প পরিচালক হিসেবেও কাজ শুরু করেন। তিনি সেখানে ২০১৯ সাল পর্যন্ত কাজ করেন। তিনি ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদেরও সদস্য।
এই যমজ সন্তানসহ ইলন মাস্কের মোট সন্তানসংখ্যা ৯। তবে যমজ সন্তানের বিষয়ে এখনও মুখ খোলেননি ইলন মাস্ক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।