নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো দৌলত আলী দেলো (৫৮) নামে একজন কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের জিতারপুর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত দৌলত আলী দেলো হলো উপজেলার দোগাছী ইউনিয়নের জিতারপুর (পশ্চিমপাড়া) গ্রামের আব্বাস আলী মন্ডল ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, রাজু মিয়া মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট থেকে নওগাঁর ধামইরহাট যাচ্ছিলেন। উপজেলার দোগাছী ইউনিয়নের
জিতারপুর মোড়ে পৌঁছালে তাঁর মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয় কৃষক দৌলত আলী দেলো।
জিতারপুর মোড়ে পৌঁছালে তাঁর মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয় কৃষক দৌলত আলী দেলো।
সে সময়ে দৌলত আলী দেলো ও তার ছেলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই কৃষক দেলো নিহত হন।
এবং আহত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয় মোটরসাইকেলের ড্রাইভার রাজু মিয়া। তবে মোটরসাইকেলটি জয়পুরহাট থানায় জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম আলমগীর জাহান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।