জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ৮ জুলাই উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিকেল ৫টায় ইউনিটির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।
ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ইউএনও সেলিম মিঞা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুল আজিজ, অফিসার ইনচার্জ এমএম মায়নুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, ন্যাপ সভাপতি ও সংবাদ সারাবেলার প্রতিনিধি আলমগীর আহম্মেদ শাহজাহান, ভোরের কাগজের প্রবীন সাংবাদিক রেজাউল করিম লেবু, বাঘাডোবা হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মিজান উল মওলা, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, আদ্রা আ: মান্নান উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক-কবি-গীতিকার ফরহাদ হোসেন, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খান, ক্রীড়া সংস্থার সদস্য একেএম নাছিমুল করিম মামুন এবং ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ফরিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক, দৈনিক সংবাদ ও জামালপুর দিনকালের ষ্টাপ রিপোটার মোঃ ছামিউল ইসলাম, প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।