২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ঢাকাই ছবির আবেদনময়ী নায়িকা ইয়ামিন হক ববি। এরপর অভিনয় করেছেন কয়েক ডজন সিনেমায়। সবশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ববি অভিনীত সিনেমা ‘নোলক’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন এ নায়িকা।

বিয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এক গণমাধ্যমকে বলেন, বিয়ে না করে শান্তিতে আছি, এটা কি মানুষের পছন্দ হয় না? সব জায়গায় গেলে একটাই প্রশ্ন, বিয়ে কবে করবো? হ্যাঁ করবো, তবে দায়িত্বশীল এবং ভালো মানুষ সবসময় পাওয়া যায় না। সে রকম কারও সঙ্গে দেখা হলে অবশ্যই বিয়ে করবো।

পাত্রের কী কী গুণ থাকতে হবে, এ প্রসঙ্গে তিনি জানান, আমাকে কেয়ার করতে হবে, ভালোবাসতে হবে এবং টল (লম্বা) হতে হবে।

এবারের ঈদুল আজহা ঢাকায় করবেন ববি। পরিবার নিয়েই ঈদের পরিকল্পনা করছেন। এতিমখানাতেও সময় কাটাবেন এ নায়িকা। তার ফাঁকে নিজের সহকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন।