তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বোয়ালমারী-আলফাডাঙ্গাসহ আশপাশের এলাকার একজন নিভৃতচারী সমাজসেবক সুমন রাফি। যার পুরো নাম মো. হেদায়েতুর রাফি সুমন। সমাজসেবক সুমন রাফি নামেই তাকে চেনেন সাধারণ মানুষ। নিঃস্বার্থভাবে অসহায় অবহেলিত মানুষের সাহায্যার্থে নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি।
যখনই কোনো হতদরিদ্র মানুষের আকুতি শুনতে পান, তখনই সেখানে গিয়ে হাজির হন এবং সাধ্যমতো সহযোগিতা করেন।
দীর্ঘদিন ধরে বিনাস্বার্থে অসংখ্য মানুষের উপকার করে আসছেন। সুবিধাবঞ্চিত মানুষের সেবা করাই যেনো সুমন রাফির মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় গত ৯ জুলাই শনিবার দুপুরে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নিতে যান সুমন রাফি ।
হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে রোগী ও তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় বেশকিছু হতিদরিদ্র রোগীকে প্রয়োজনীয় ঔষধসহ চিকিৎসা সামগ্রী কিনে দেন । এছাড়া ভবিষ্যতেও তাদের পাশে থেকে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।