সিটবেল্ট না বেঁধে এবং ট্রাফিক আইন লঙ্ঘন করে গাড়ি চালাচ্ছিলেন এক ব্যক্তি। চোখে পড়তেই তাকে তাড়া করে পুলিশ। কিন্তু তিনি আত্মসমর্পণ না করে পুলিশের হাত থেকে পালাতে সেতুতে উঠে পড়েন।
সেখান থেকে উল্টো দিকের একটি দোকানের ছাদে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে শেষরক্ষা হয়নি। কিছুক্ষণ পরেই ধরা পড়ে যান তিনি। ঘটনাটি আমেরিকার ব্রুকলিনের। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সেই ব্যক্তির নাম ফ্লয়েড। পুলিশ জানিয়েছে, ফ্লয়েডের পায়ে আঘাত লেগেছে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, বেপরোয়া গাড়ি চালানো, দুর্ব্যবহারসহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ।
প্রায় ৪০ ফুট উঁচু একটি সেতুর রেলিং টপকে সেতুর একটি স্তম্ভের উপর দাঁড়িয়ে ঝাঁপ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেতুর নিচে তখন পুলিশ। তাকে দেখে মানুষ ভিড় জমিয়ে দেয়। সেখান থেকে চিৎকার করে যুবককে বার বার বলা হচ্ছিল, ‘ঝাঁপ দেবেন না, নেমে আসুন।’ সেতুর কিনারায় দাঁড়িয়ে থাকা যুবক তখন দূরত্ব মেপে নেয়ার চেষ্টা করেন। কীভাবে পুলিশের হাত থেকে বাঁচবেন, ঝাঁপ দেবেন কি দেবেন না, এমন একটা দ্বন্দ্বের মধ্যেই হঠাৎ ঝাঁপ দিয়ে পড়লেন উল্টো দিকের একটি দোকানের ছাদে পড়েন তিনি। সেখান থেকেই তার আটক করে পুলিশ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।