শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে লাখ লাখ রুপি পাওয়া গেছে বলে দাবি করেছেন। রোববার(১০ জুলাই) স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে গত শুক্রবার (৮ জুলাই) নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
পরদিন ওই ভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করা হচ্ছে যাতে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের প্রাসাদে পাওয়া নোট গুনছে। উদ্ধারকৃত অর্থ নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা বলা হয়েছে বলে ডেইলি মিরর পত্রিকা জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রাসঙ্গিক তথ্য খতিয়ে দেখার পরে মাঠ পর্যায়ের পরিস্থিতি জানানোর পদক্ষেপ নেবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।