টাঙ্গাইলের ভূঞাপুরে ঈদ আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে শরীফ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে যমুনা নদীর ভদ্রশিমুল অংশ থেকে তিনি নিখোঁজ হন।শরিফ ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামের মো.ফরহাদ হোসেনের ছেলে।
গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম শাপলা জানান, ঈদের পরের দিন শরিফ ও তার বন্ধুরা ঈদ আনন্দ উপভোগ করতে যমুনা নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়।
রাত ৮টার দিকে তারা ভদ্রশিমুল এলাকায় নদীতে গোসল করতে নামে। সবাই নৌকায় উঠে আসলেও শরীফ আর উঠতে পারেনি। ওই সময় থেকেই তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। লোকজন এখনো খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন।
ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, বিষয়টি এখনো শুনিনি। খোঁজ নিচ্ছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।