রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলা আনন্দ বাজার পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১২জুলাই)সন্ধ্যা ৭টায় আনন্দ বাজার ভোলা-৪ সংসদ সদস্য যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি)পক্ষ থেকে আগুণে ক্ষতিগ্রস্থ ১২জন ব্যবসায়ীর মাঝে ১০ হাজার টাকা করে ১ লক্ষ ২০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, মনপুরা উপজেলায় পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি সেলিনা আক্তার চৌধুরী। নগদ অর্থ বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি এ কে এম শাহজাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজি,

হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মনপুরা প্রেসক্লাব সভাপতি উপজেলা আ’লীগ এর দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক ছালাউদ্দিন,উত্তর সাকুচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম সিরাজ কাজী, ইউপি সদস্য মোঃসোহেল আনন্দ বাজার কমিটির সভাপতি মোহিবুল্ল্যাহ প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার (১১জুলাই) বিকাল ৩টার সময় চায়ের দোকান এর গ্যাস স্যালেন্ডার থেকে হঠাৎ অগ্নিকান্ডে ১২টি দোকান ও ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছিলো ব্যবসায়ীরা।