সিরাজগঞ্জের তাড়াশে মামার বাড়িতে বেড়াতে এসে এক মানসিক প্রতিবন্ধী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক আব্দুস সাত্তার (৪৮) কে ধর্ষিতার আত্মীয়রা বেঁধে রেখেছে। এ সংবাদ লেখা পর্যন্ত গ্রাম্য সালিশে মিমাংসার চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১২ জুলাই) উপজেলার বৃপাচান গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের এক মানসিক প্রতিবন্ধী (২৫) ঈদে তার মামার বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুর আনুমানিক ২টার সময় ধর্ষিতার মামার প্রতিবেশী মৃতঃ শওকত আলীর ছেলে আব্দুস সাত্তার (৪৮) নির্জন বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষিতার চিৎকারে লোকজন এগিয়ে এসে ধর্ষককে আটক করে বেঁধে ফেলে। এ সংবাদ লেখা পর্যন্ত গ্রাম্য সালিশে মিমাংসার চেষ্টা চলছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে। এ বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।