আদর্শ বীর বাঙালি
মোঃ মামুন মোল্যা
শেখ লুৎফর রহমানের স্বপ্নের সন্তান,
শেখ মুজিবুর রহমান আসিল ভুবনে।
শেখ পরিবার তাহার আগমনে,
নতুন হর্ষ পেল সংসার জীবনে।
তাকে ভর্তি করিল গাঁয়ের পাঠশালায়,
তার ভদ্রতায় সবাই বন্ধু হতে চায়।
মুজিব পাঠশালার শিক্ষা শেষ করে,
গঞ্জের মিশন স্কুলে যায় ভর্তি হয়ে।
একদিন খোকা শীতের সকালে যায় স্কুলে,
বস্ত্রহীন কাঙ্গালি কে দেখে বস্ত্র দিল খুলে।
নির্যাতিত মানুষের ক্লেশ বক্ষে নিয়ে,
বলিল বাংলা মুক্তি করিব প্রাণ দিয়ে।
সে পাকি- হায়েনাদের সাথে রণ করে,
স্বাধীন বাংলা রেখে গেল বিশ্ব বাজারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।