জামালপুর সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা বাস্তবায়ন ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা।
বুধবার (১৩জুলাই) সকালে শহরের বকুলতলা চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুরের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সনাকের সভাপতি অজয় কুমার পাল, সড়ক দুর্ঘটনায নিহত সমৃদ্ধি ধরের বাবা সৌমিক কান্তি ধর।
এ সময় বক্তারা জামালপুরে ব্যাটারি চালিত অটোবাইক বন্ধ করাসহ অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের উপর কঠোর বিধিনিষেধ আরোপ, শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জেব্রা ক্রসিং ও স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান বক্তারা ।
উল্লেখ্য, গত ৬ জুলাই অর্ধ বার্ষিক পরীক্ষার রেজাল্ট নিয়ে বাড়ি ফেরার পথে শহরের বকুলতলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় শিশু শিক্ষার্থী সমৃদ্ধি ধর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।