মধু পূর্ণিমা বাসুদেব চ্যাটার্জী
পাশ্চিমা তে সূর্য মামা যে-ই দিয়েছে ডুব। ভাবলো আঁধার নামবে এবার জমিয়ে নেবে খুব। হঠাৎ দেখি পুব আকাশে আলোর বাতি জ্বেলে, চন্দ্র মামা উঠলো হেসে চোখ জুড়িয়ে দিলে।
থোকায় থোকায় মেঘের বলয় আকাশ জুড়ে আজ, আলো আঁধার খেলছে খেলা চাঁদের বেজায় সাজ। আষাঢ় জুড়ে নেইকো বাদল বইছে ভীষণ খরা! ধানের চারা হয়নি রোপণ কৃষক দিশা-হারা!
পূব দিগন্তে ডগমগ চাঁদ তমাল তরুর ফাঁকে। মধুর তিথিতে মধু পূর্ণিমা মায়াময় রূপে ডাকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।