বৃহস্পতিবার ১৪ জুলাই সকাল ০৭:৩০ ঘটিকায় ডিবি পুলিশের এস আই মোঃ আলী হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নড়াইল সদর থানাধীন মালিবাগ ও সুলতান ব্রিজের মধ্যবর্তী স্থানে মেইন সড়কের উপর মাদকদ্রব্য (ইয়াবা) বিক্রয়ের উদ্দেশ্যে মোঃ হাসান শেখ (৩৩), পিতা- রুস্তম শেখ, গ্রাম- কুচিয়াবাড়ি, থানা- লোহাগড়া, জেলা- নড়াইল ঘোরাফেরা করছে।
তিনি বিষয়টি তাৎক্ষণিক পুলিশ সুপার মহোদয়কে অবগত করেন।
পুলিশ সুপারের নির্দেশনায় এসআই আলী হোসেন ডিবি পুলিশের একটি চৌকস টিমের অফিসার ও ফোর্স সহ মালিবাগ ও সুলতান ব্রিজের মধ্যবর্তী স্থানে মেইন রোডের উপর থেকে মোঃ হাসান শেখ কে ১২৩৬ পিস ইয়াবা সহ আটক করেন।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।