মাস্ক পড়ার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ স্লোগানে রূপগঞ্জ থানা পুলিশের আয়োজনে মাস্ক পরিধান সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহসিনুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা পুলিশের তদন্ত ওসি ইন্সপেক্টর এইচ এম জসিমউদ্দীন, ওসি অপারেশন ইন্সপেক্টর হযরত আলী, মাজেদা গ্রুপের চেয়ারম্যান মুহসিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান তারেক, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ হাবিব। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য রমজান আলী মন্ডল,আওলাদ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দ্বীন ইসলাম, সাংবাদিক এস এম শাহাদাত,লেখক ও সাংবাদিক মাহবুব আলম প্রিয়, আতাউর রহমান সানী, জাহাঙ্গীর মাহমুদ, রিপন মিয়া, শাকিল আহমেদ,নূর আলম প্রমূখ।
এ সময় রূপগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে হাজারের অধিক শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ ছাড়াও লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রিডম এর পক্ষ থেকে ৫ শতাধিক মাস্ক বিতরণ করেন অতিথিরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।