সারা বিশ্বে একজন মানুষের মতো দেখতে মোট সাতজন মানুষ আছে— কথাটি অনেকেই বলে থাকেন! এবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মতো এক নারীর দেখা মিলেছে। যার মুখের আদল দীপিকার মতোই।

দু’জনের চোখের ভাষাও অনেকটাই এক। ঠোঁট, থুতনি, হাসি— একঝলক দেখে দীপিকা ভেবে ভুল করা অস্বাভাবিক নয়। যদিও সময় নিয়ে দেখলে সত্যিটা ধরা পড়বে। নকল দীপিকার সন্ধান মিলেছে ইনস্টাগ্রামের বদৌলতে। তার ছবি নিয়ে ইন্টারনেটে চলছে তুমুল আলোচনা। যা এখন অন্তর্জালে ভাইরাল।

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে নানারকম মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকে প্রশ্ন তুলেছেন দীপিকার মতো দেখতে এই নারী কে?

খোঁজ নিয়ে জানা যায়, এই নারীর নাম ঋজুতা ঘোষ দেব। তিনি বাঙালি নারী; কলকাতার বাসিন্দা। পেশায় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। তার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ৫৬ হাজারের বেশি। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি।

সোশ্যাল মিডিয়ায় তারকার লুক নিয়ে আলোচনা এবারই প্রথম নয়। কিছু দিন আগে আলিয়া ভাটের মতো দেখতে এক নারীর ভিডিও ভাইরাল হয়েছিল। তা ছাড়াও ঐশ্বরিয়া, শ্রীদেবী, মাধুরী দীক্ষিতের মতো দেখতে নারীর ছবিও ভাইরাল হয়েছে।