সবসময়ই খবরের শিরোনামে থাকেন পশ্চিমবঙ্গের আলোচিত-সমালোচিত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। নিজের ব্যক্তিগত জীবনে প্রায়ই বিতর্কের জন্ম দেন এই তারকা।
এবার নতুন করে আলোচনায় এসেছেন নুসরাত। সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। ইন্সটাগ্রামে দেয়া দুটি ছবিতে দেখা যায়, শরীরে টু-পিস পরে বিছানায় আবেদনময়ী ভঙ্গিতে শুয়ে আছেন নুসরাত। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ফ্রম এনাদার পয়েন্ট অফ ভিউ’। ছবিটি পোস্ট করার নেটিজেনদের রোষানলে পড়েন নুসরাত।
তার এই ছবির কমেন্টবক্সে অনেকে তাকে পর্নোগ্রাফিতে অভিনয় করার পরামর্শ দিয়েছে। কেউ কেউ আবার ধর্মের অবমাননার কথাও বলেছেন। একজন সাংসদের কাছে আরও মার্জিত আচরণ প্রত্যাশা করে কমেন্ট করেছে অনেকে। তবে সমালোচকদের পাশাপাশি নুসরাতের অসংখ্য ভক্ত ছবিটিকে প্রশংসায়ও ভাসিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।