তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বর্তমান সরকারের পুলিশ মানবিক পুলিশ। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল পুলিশ হবে জনতার। সে ধারায়ই আজকে বিট পুলিশের আবির্ভাব। ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভার তিনটি ইউনিটে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত আছে। বিট পুলিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশ জনগণের দৌড় গোড়ায় সেবা পৌছে দিবে। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ (বিপিএম,পিপিএমবার), ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান(বিপিএম,পিপিএমবার), ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম সেবা) সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি, এর নির্দেশনায় বোয়ালমারী থানা পুলিশ জনগণের সেবায় সর্বদা নিয়োজিত আছে। বুধবার (২০ জুলাই) বিকেলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন, ফরিদপুরের বোয়ালমারী থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব।
তিনি আরও বলেন, বোয়ালমারী থানার দরজা সাধারন মানুষের জন্য সর্বদা খোলা যখন ইচ্ছা তখন গিয়ে তার অভিযোগ করতে পারেন।
মামলা, জিডিসহ যে কোন পুলিশি সেবা পেতে কোন প্রকার অার্থিক লেনদেন করা লাগবেনা, এবং বোয়ালমারী থানা এলাকায়, মাদক, জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ। তিনি সকল গণমাধ্যম কর্মী ও সাধারন মানুষের সহযোগীতা কামনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী পৌরসভার মেয়র ও যুগান্তর প্রতিনিধি সেলিম রেজা লিপন। অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক অ্যাড, কোরবান আলী, কাজী আমিনুল ইসলাম আমিন, মো. মুরসিদ আহমেদ সিকদার (লিটু), খান মুস্তাফিজুর রহমান সুমন, মুকুল শরীফ, এমএম নুর ইসলাম, তৈয়বুর রহমান কিশোর, এস এম রুবেল, হাসান মাহমুদ মিলু, তারিকুল ইসলাম, বিল্পব আহমেদ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।