রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা গাঁজাসহ এক যুবককে আটক করেছে মনপুরা থানা পুলিশ।

শুক্রবার (২২জুলাই)সকাল ৭টা হাজিরহাট জংলার খাল অভিযান চালিয়ে খলিল হাওলাদার (২২) নামে এই যুবককে গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার জাহানাবাদ গ্রামের বাসিন্দা।

মনপুরা থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানার এস আই শ্রীকান্ত বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স মোঃ শাহিনুর রহমান ও পঙ্কজ কে সঙ্গে নিয়ে শুক্রবার সকাল ৭ টার মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।এতে খলিল হাওলাদার নামে ওই যুবককে পাঁচ(৫) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

মনপুরা ওসি সাঈদ আহমেদ জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে খলিল নামে এক যুবক কে আটক করে জেল হাজতে ফেরন করা হয়েছে। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনপুরা থানা মামলা দায়ের করা হয়েছে।