প্রেস বিজ্ঞপ্তি
২৩/০৭/২২ ইং,
মৃত্যুবার্ষিকী যথাযথ ভাবে পালনের জন্য আজ ২৩ জুলাই শনিবার বিকাল ৫ টা ৩০ মিনিটে জেলার দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড সুজিত অধিকারি।
আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, আক্তারুজ্জামান বাবু এমপি, বি এম এ ছালাম, মোস্তফা কামাল পাশা খোকন, রফিকুর রহমান রিপন, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সরদার আবু সালেহ, জোবায়ের আহম্মেদ খান জবা, এম এ রিয়াজ কচি, শেখ রাসেদুল ইসলাম রাসেল, মোজাফফর মোল্যা, খায়রুল আলম, শেখ আকরাম হোসেন, অসিত বরন বিশ্বাস, ফ ম ছালাম, মোঃ আজগর বিশ্বাস তারা, অধ্যাঃ আশরাফুজ্জামান বাবুল, মানিকুজ্জামান অশোক, শেখ মোঃ আবু হানিফ, মোঃ আজিজুর রহমান রাসেল, অজিত বিশ্বাস, এ বি এম কামরুল ইসলাম, রাকিব হোসেন, হারুনুর রশিদ, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, তানভির রহমান আকাশ, কাজি নাজিব, ইয়াছির আরাফাত, মোঃ কবির হোসেন, রাকিব মাহমুদ, আবিদ হাসান ফাহিম, সজিব, মোঃ রুবেল, খাইরুল বাশার, কাজি তরিকুল ইসলাম, সালাউদ্দিন, সাইফুল ইসলাম সাইফ, বিশ্বজিৎ, আরিফ, স্বাধীন, জিহাদ প্রমূখ।
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক, সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যু বার্ষিকী ২৭ জুলাই ও সাবেক সংসদ সদস্য ও জাতীয় পরিষদের সাবেক সদস্য এ্যাড শেখ মোঃ নুরুল হকের মৃত্যু বার্ষিকী ২৯ জুলাই পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক, সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যু বার্ষিকী জেলার আওতাধীন সকল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে যথাযথ ভাবে পালন করার জন্য অনুরোধ করা হয়েছে।
আলোচনা শেষে, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, ৭ বার নির্বাচিত সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহম্মেদ এর জন্মদিন ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি গাজী মোহাম্মদ আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকল মরহুম / মরহুমা ও নেতৃবৃন্দদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া পরিচালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।
বার্তা প্রেরক
এম এ রিয়াজ কচি
দপ্তর সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ
খুলনা জেলা শাখা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।