ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (২৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মৎস্য চাষিদের মধ্যে পুরষ্কার বিতর্কিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এস,এম, সানোয়ার রাসেলের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন খামার ব্যাবস্থাপক মাহফুজা সুলতানা, ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদি প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।