দিনাজপুরের নবাবগঞ্জে বৃষ্টির প্রত্যাশায় দুই রাকাত নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন স্থানীয় আলেম ওলামা ও মুসল্লিরা।
শনিবার (২৩ জুলাই) সকাল ১০টায় ধিয়াস গ্রামের ফসলি জমির মাঠে স্থানীয় মুসল্লী ও আলেম ওলামারা এ নামাজের আয়োজন করেন। নামাজে অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন মুসল্লীরা।
ধিয়াস জামে মসজিদের খতিব সোহাইব হোসাইন সিদ্দিকী নামাজে ঈমামতি করান। তিনি বলেন মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা, অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পাওয়ার জন্য এ নামাজের আয়োজন করা হয়েছে।
মুসুল্লীরা জানান- আষাঢ় মাস পেরিয়ে শ্রাবন মাস চলছে কিন্তু নেই বৃষ্টির দেখা। অনাবৃষ্টিতে কৃষি জমি শুকিয়ে গিয়ে ফেটে গেছে। পানির অভাবে বীজতলা পুড়ে যাচ্ছে। চলতি আমন ধানের আবাদ অনিশ্চিয়তার মধ্যে পড়েছে।
অপর দিকে বৃষ্টিপাত না হওয়ায় ভ্যাপসা গরমে পশুপাখি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তাই বৃষ্টির প্রত্যাশায় মহান আল্লাহ তায়ালার দরবারে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য দোয়া করেছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।