হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ‘মীরাক্কেল’ খ্যাত কমেডিয়ান-অভিনেতা জামিল হোসেন। ১১ দিন হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার (২৫ জুলাই) সকালে বাসায় ফিরেন তিনি।

জামিল হোসেন বলেন—‘ডাক্তারের পরামর্শে ১১ দিন পর আজ বাসায় ফিরেছি। সকলের দোয়া চাই। হৃদরোগে আক্রান্ত হলে গত ১৫ জুলাই রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয় জামিল হোসেনকে। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে একটি ব্লক ধরা পড়ে।

 

গত শনিবার সেখানে একটি রিং পরানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। হাসপাতালে ডাক্তার-নার্সদের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে জামিল হোসেন বলেন, ‘‘গত ২৩ তারিখে যখন এনজিওগ্রাম করার জন্য ওটিতে গেলাম, তখন ওটির সিস্টাররা বললেন,

‘আরে জামিল ভাই, আপনি! যে মানুষটার নাটক দেখে আমরা এত হাসি, সেই মানুষটার মুখ এমন দেখতে চাই না। মাস্কটা খুলেন, আপনাকে আগে ভালো করে দেখি। এনজিওগ্রাম ও রিং পরানোর পুরো সময়টা ডাক্তার এবং সিস্টাররা আমাকে দারুণভাবে উজ্জীবিত করেছেন।

 

কৃতজ্ঞতা হার্ট ফাউন্ডেশনের ডাক্তার, নার্সসহ সকলকে। অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জামিল হোসেন। সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদক, অভিনেতা ডা. এজাজ আহমেদ, নুর-এ আলম নয়ন,

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর, মনিরা মিঠুসহ সকল সহকর্মী, বন্ধু ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামিল। নোয়াখালীর ছেলে জামিল হোসেন; তবে তার জন্ম ও বেড়ে ওঠা সিলেটের ফেঞ্চুগঞ্জে। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি।

 

এ প্রতিযোগিতা থেকে দেশে ফিরে জামিল অভিনয়ে মন দেন। বছরজুড়েই নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। পাশাপাশি ‘আয়নাবাজি’, ‘ভালোবাসা আজকাল’সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।