বলিউডে অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাড়ুকোনের গ্রহণযোগ্যতা অন্য সবার চেয়ে বেশি। তিনি যাই করেন, তাই মানুষ অনেক আগ্রহ নিয়ে গ্রহণ করেন। সোমবার (২৫ জুলাই) নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
হাতে বন্দুক নিয়ে তার একটি ছবি গতকাল পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মূলত এদিন মুক্তি দেয়া হয়েছে দীপিকার আপকামিং সিনেমা ‘পাঠান’-এর মোশন পোস্টার।
যেখানে বন্দুক হাতে গুলি করতে দেখা গেছে তাকে। দীপিকার এই মোশন পোস্টারে মুগ্ধ হয়ে ‘পাঠান’-এর মূল চরিত্রের অভিনেতা এবং বলিউড বাদশা শাহরুখ খান নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার দিয়ে লেখেন, ‘কাউকে প্রাণে মারতে দীপিকার বুলেটের প্রয়োজন নেই।’
এখানেই থামেননি শাহরুখ। দীপিকার লুকের আরেকটি স্টিল পোস্টার শেয়ার করে তিনি লেখেন, ‘বন্দুক এবং অসীম করুণা।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।