চাঁদের গায়ে মানুষের পা পড়ার পর পার হয়ে গিয়েছে অর্ধশতাব্দীরও বেশি সময়। তবুও এখনো নাকি চন্দ্রপৃষ্ঠে জ্বলজ্বল করছে সেই পায়ের ছাপ। সম্প্রতি এমনটাই জানাল মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এমনকি এই কথার প্রমাণে একটি ভিডিও-ও পোস্ট করেছে সংস্থা।
যে মানুষ একদিন আগুনের ব্যবহার পর্যন্ত জানত না, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আমূল পালটে ফেলেছে সেই মানুষই। এমনকি পৃথিবীর বাইরেও পা রেখেছে। সামগ্রিক মহাকাশে তো বটেই, চাঁদ কিংবা মঙ্গল অভিযানও করে ফেলেছে আদিম মানুষের বর্তমান রূপ হোমো স্যাপিয়েন্স। প্রথম চন্দ্রাভিযান যখন সফল হল, অর্থাৎ প্রথম যেদিন চাঁদে পা রাখল মানুষ, সেই দিনটি নিঃসন্দেহেই তাই মানবসভ্যতার কাছে এক বড়ো মাইলফলক। চাঁদের মাটিতে পা রাখার সেই ঐতিহাসিক মুহূর্তটি নিয়ে প্রবাদের মতো ঘোরে একটি বাক্য, ‘one small step for man, one giant leap for mankind’।
আর এই কথাটি যিনি বলেছিলেন বলে মনে করা হয়, সেই নীল আর্মস্ট্রং-ই ছিলেন চাঁদে নামা প্রথম মানুষ। মানুষের আর মানবসভ্যতার পদক্ষেপের এই তুলনা তিনিই টেনেছিলেন কিনা তা নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। কিন্তু তিনি নিজে যে চন্দ্রপৃষ্ঠে প্রথম পদক্ষেপ করেছিলেন, এবার আক্ষরিক অর্থেই তার পাথুরে প্রমাণ দিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ওরফে নাসা।
১৯৬৯ সালের ২০ জুলাই ছিল সেই বিশেষ দিন। নাসার অসংখ্য বিজ্ঞানী এবং গবেষকের অক্লান্ত প্রচেষ্টাকে সার্থক করে সেদিনই সফলভাবে চাঁদে পৌঁছায় অ্যাপোলো ১১। যে মহাকাশযানটিতে ছিলেন নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্স। এমন একটি বিপজ্জনক অভিযানে তারা অংশ নিয়েছিলেন, যেখান থেকে ফিরে না আসার আশঙ্কা ছিল ষোলো আনা।
কিন্তু শেষ পর্যন্ত সব আশঙ্কাকে হারিয়ে অক্ষত দেহেই পৃথিবীর বাইরের অন্য এক দুনিয়ায় পৌঁছতে পারেন তারা, আবার মরমানুষের এই পৃথিবীতে ফিরেও আসেন সফলভাবেই। সেই বিশেষ দিনটির উদযাপন করতেই নিজেদের আর্কাইভ থেকে সম্প্রতি একটি আশ্চর্য ভিডিও ভাগ করে নিয়েছে নাসা। যে ভিডিওতে স্পষ্ট হয়ে উঠেছে একজোড়া পায়ের ছাপ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।