দেশে মোট জনসংখ্যা এখন কত আছে তা জানা যাবে আজ (২৭ জুলাই)। ‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত তথ্য সংগ্রহের কাজ শেষে আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ হবে।

দেশজু ড়ে গত ১৫ মে থেকে এই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। বুধবার এর প্রাথমিক তথ্য প্রকাশ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এই উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা আছে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনশুমারির কাজ শুরু হয় গত ১৫ মে। সারাদেশে একযোগে ৩ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন গণনাকারী ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করেন।