ইরাকের মসুলে অবস্থিত তুরস্কের কনস্যুলেট জেনারেলে হামলার ঘটনা ঘটেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় নিশ্চিত করে জানিয়েছে, হামলায় কোনো হতাহত হয়নি।

বুধবার (২৭ জুলাই) এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে কর্তৃপক্ষ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কনস্যুলার মিশন এবং কূটনীতিকদের রক্ষায় ইরাকি কর্তৃপক্ষকে আমরা জোরালোভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাই।

তুরস্ক বলছে, উত্তর ইরাকে গত সপ্তাহে এক আক্রমণ নিয়ে ইরাকের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের সময় এই আক্রমণ হয়েছে। এই আক্রমণের উৎস সম্পর্কে জানা যায়নি।

প্রাদেশিক একজন আইনপ্রণেতা এএফপিকে জানিয়েছেন, চারটি রকেট আঘাত হানে যাতে সড়কে পার্ক করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।