ফরি দপুরের মধুখালী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ভরাডু্বি হয়েছে। বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট গ্রহন নিরবিচ্ছিন্নভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত।
তিনটি ইউনিয়ন হলো ডুমাইন,আড়পাড়া, মেগচামী।
তিনটি ইউনিয়নে মধ্যে মেগচামী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের সাব্বির উদ্দীন শেখ পেয়েছেন ৪৪৭৪ জন এবং নৌকার প্রার্থী মোঃ হাসান আলী খান পেয়েছেন ২৬২৮ ভোট।
অপর দিকে আড়পাড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান (সাজ্জাদ) মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ২৭৯২ ভোট এবং নৌকার প্রার্থী আরমান হোসেন বাবু পেয়েছেন ২২১ ভোট।
ডুমাইনে ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী শাহ্ আসাদুজ্জামান তপন আনারস প্রতীকে পেয়েছেন ৩৯২৩ ভোট এবং নৌকা প্রার্থী খুরশিদ আলম মাসুম পেয়েছেন ৩১৬৬ ভোট।
তিনটি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ছিল ৩১ হাজার ৪৪ জন এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ১৫ হাজার ২৫৭ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।