মাগুরার মহম্মদপুরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার ঘটনা ঘটেছে। এসময় মাহমুদ মোল্যা (৩২) নামের এক মাদক কারবারিকে একশত গ্রাম গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে তাকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আটককৃত মাহমুদ উপজেলা বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া গ্রামের মৃত মোকছেদ মোল্যার ছেলে বলে জানা যায় ।
বুধবার (২৭ জুলাই) বিকাল ৩.০০ ঘটিকার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা ব্যবসায়ী মাহমুদের বাড়িতে অভিযান চালিয় মাহমুদকে আটক করে এবং তার নিকট থেকে ১০০ গ্রাম গাজা উদ্ধার করে।
মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ খবির আহম্মেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান সফল করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল ওই ব্যবসায়ী মাহমুদ মোল্যাকে এক বছরের কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দেন।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল মহোদয় বলেন, মাদকের ভয়াবহ নেশা থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এবং এবিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তাছাড়া ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।