গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল। এ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্র। ইতোমধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি।
আগামী ৩০ জুলাই (শনিবার) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শুরু হবে দ্বিতীয়বারের মতো গুচ্ছের পরীক্ষা।
জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ মোট ৯ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- কুমিল্লা বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সরকারি টিচার্স ট্রেইনিং কলেজ, গভ. ল্যাবরেটরি হাই স্কুল, শালবন বিহার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক স্কুল, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ।
প্রকৌশল অনুষদের ডিন ও আইসিটি বিভাগের চেয়ারম্যান ড. মো. সাইফুর রহমান বলেন, আমাদের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন। যেখানে যেভাবে কাজ করা যায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৯ টি কেন্দ্রে ৯ হাজার ১১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।
উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে আগামী ১৩ আগস্ট ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।